রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন তিনি। সেখানে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এদিকে ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। সকাল ৯টার দিকে খুলে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল।
জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনসভা। এরই মধ্যে মঞ্চে আসতে শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
আরও পড়ুন: শাহরুখের আগামী সব ছবির নায়িকা থাকতে চাই : দীপিকা