Sunday, April 2, 2023

জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

- Advertisement -

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ (ছয়) কেজি শুকনা গাঁজাসহ মো.মাবুদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

- Advertisement -

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিমমানিক এলাকার মৃত মোকছেদ আলী মন্ডলের ছেলে মো.মাবুদ।

জেলা ডিবিপুলিশ কার্যালয় সূত্রে জানা যায়,শুক্রবার (১১ নভেম্বর) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউপির অন্তর্গত বড়মানিক বাজার সংলগ্ন ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬ (ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ মোঃ মাবুদকে আটক করা হয়।

- Advertisement -

এবিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। এমনকি তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলাসহ মোট ০৮ টি মামলা বিচারাধীনও রয়েছে বলেও ওসি জানান।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল এর বাড়ি ফেরা হলো না

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img