Friday, March 24, 2023

জৈন্তাপুরে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিক আটক

জৈন্তাপুর প্রতিনিধিঃ

- Advertisement -

জৈন্তাপুরে অবৈধ অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিক কে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

- Advertisement -

সোমবার (৬ ফেব্রæয়ারী) রাত ৮টায় উপজেলা সদরের বাসষ্টেশন থেকে জৈন্তাপুর মডেল থানার এসআই মুহিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক জোনা খংলা (৩৬) কে আটক করেন। সে ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া হিলস জেলার মুক্তাপুর থানার হাওয়াই বস্তির জনিস খংলার ছেলে।

ধারনা করা হচ্ছে সে মাদকাসক্ত হয়ে পথ হারিয়ে জৈন্তাপুর বাজার পর্যন্ত চলে এসেছে। তার বিরুদ্ধে এসআই মুহিবুর রহমান বাদি জৈন্তাপুর মডেল থানায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করেন এবং আটক ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

- Advertisement -

এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেছেন আমাদের পুলিশ টিম নিয়মিত নজরদারীর অংশ হিসেবে মাদকাসক্ত অবস্থায় বাজারে ঘুরাফেরা করতে দেখে ভারতীয় এই নাগরিক কে আটক করা হয়। অপর দিকে জিয়াদ হোসেন নামের একটি ওয়ারেন্টভূক্ত আসামীকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষক থেকে পাওয়া গাড়ি অ্যাম্বুলেন্সের জন্য দিলেন হিরো আলম

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ