ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্য বিষয়ের উপর জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের সার্বিক সহযোগিতায় স্থানীয় গোয়াবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের এইচ পিপিসি দেবাশীষ মজুমদার।
এপিসি প্রকল্পের উপজেলা ফেসিলিটেটর জুই রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, গোয়াবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান পারভেজ, সহকারী শিক্ষক রাজিব আহমদ, মামুন রশিদ প্রমুখ।
আরও পড়ুন: আওয়ামীলীগ সরকার মডের মসজিদ করে দিয়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে: পৌর মেয়র লতিফুর রহমান রতন