সিলেটের জৈন্তাপুরের ঐতিহ্যবাহী দরবস্ত ইউনিয়নের সামাজিক ও আর্থিক সংঘঠন আলোর দিশারী যুব সংঘের ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি ২১শে ফেব্রুয়ারী ঘোষিত হয়েছে।
এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন নুরুল আলম আলমাস ও আরটিআর মুন্সি আব্দুর রউফ সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জামিল আহমদ অপু এবং সহ-সভাপতি দেলোয়ার হোসাইন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ এবং আদনান আহমদ সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, অর্থ সম্পাদক ইসহাক আহমদ, দপ্তর সম্পাদক মহসিন আলমাছ, আইটি সম্পাদক সোহেল আরমান, সমাজকল্যাণ সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক আরাফাত রহমান।
কমিটি গঠন অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য লোকমান হোসাইন ও রহুল আমীন।
আরও পড়ুন: উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামসুদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ!