সিলেটের জৈন্তাপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮০.২২% শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি প্রতিষ্ঠান হতে অংশগ্রহণ করে ১ হাজার ৪ শত ৫১ জন পরীক্ষার্থী। জেনারেল বিভাগে ৭টি, কারিগরি বিভাগে ২টি এবং মাদ্রাসা বিভাগে ১টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। জাফলং ভ্যালী বোডিং স্কুল থেকে ৪০ জন ছাত্র অংশ গ্রহণ করে ৩৯টি জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।
জৈন্তাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় জেনারেল বিভাগে ৭টি কলেজ হতে ১২৩২ জন অংশগ্রহণ করে ৯৬২ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৭৮.০৮%। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন৷ এইচএসসি (কারিগরি) বিভাগে ২১০ জন অংশগ্রহন করে ১৯৫ জন উত্তীর্ণ হয়। কারিগরি বিভাগে পাশের হার ৯৩.৯২% এবং মাদ্রাসা বিভাগে ১টি প্রতিষ্টান হতে ৯ জন অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ৭ জন, পাশের হার ৭৭.৭৮%। জিপিএ-৫ পায়নি কেউই।
ইমরান আহমদ মহিলা সরকারি কলেজ হতে ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮১.২৩%। জিপিএ-৫ পেয়েছে ৪ জন৷ জৈন্তিয়া ডিগ্রী কলেজ হতে ২৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২১২ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮০.৩০%।
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ হতে ১৫৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৭৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৪৯.৬৭%। শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজ হতে ৩২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৯৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯১.১০%। রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ হতে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৪ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৩৮.৮৯%৷
রমজার রূপজান বাগেরখাল একাডেমী হতে ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ জন উত্তীর্ণ হয়৷ পাশের হার ৬৩.৮৯%৷ জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ১৪৮ জন অংশ গ্রহন করে ১৩৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৩.৯২%,। জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯০.৩২%। খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা হতে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৭ জন উর্ত্তীণ হয়, পাশের হার ৭৭.৭৮%।
আরও পড়ুন: নেত্রকোনায় গার্মেন্টস কর্মী গণধর্ষণের ঘটনায়: র্যাবের হাতে একজন গ্রেফতার