জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীট জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল ছাত্রীদের মধ্যে বিভিন্ন গ্রুপে খেলাধুলা এবং নাটিকা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও শিক্ষক রজত ভূষনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য হাসিনুল হক হুসনু, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, অভিভাবক সদস্য নিবারন চন্দ্র দাস, কামাল আহমদ, রোকসানা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, অভিভাবক আমিরুল আলম, রতন মনি ঘোষ, বাবুল মিয়া, সাবেক শিক্ষক আনারুল ইসলাম কুবল, মনজুর আহমদ।
এদিকে খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক হাসিনা আক্তার, চেমন আফরোজ পলি, শুক্ল দেব নাথ, মোঃ শাহাজান, ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিন, শিক্ষক সুবীর চক্রবর্তী, মিলন কুমার সরকার, মাহমুদুল হাসান, পূর্ণিমা অধিকারী, কল্পনা ঘোষ, পপি রানী রায়, মুহিবুল আম্বিয়া, জয়গবীন তালুকদার প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৫ আসামি আটক