শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভূমিদস্যু মোফাজ্জল হোসেন চৌধুরী (উপজেলা ভাইস চেয়ারম্যান) এর কবলে পড়ে সর্বশান্ত হতে বসেছে জমির মালিক জহুরুল হক। বিআরএস রেকর্ডমূলে খতিয়ান নং- ৪, মৌজা- দাড়িয়ারপাড়, ৬৯৩ দাগে ০৯ শতাংশ ও ৬১৯৯ নং দাগে ০৩৫ শতাংশ ভূমিসহ মোট ৮.৩০ একর ভূমি অছিমদ্দিন সরকার গং এর নামে রেকর্ড লিপিবদ্ধ আছে।
বিআরএস ৪৯৯ নং খতিয়ানে ৬১৯২ নং দাগে ০.১১ শতাংশ, ৬১৯৪ নং দাগে ০.১০ শতাংশ ৬১৯৭ নং দাগে ০.৫০ শতাংশ ৬২০০ নং দাগে ০.৫৭ শতাংশ ও ৬২০১ নং দাগে ০.১১ শতাংশ ভূমিসহ মোট ৭.৫৪ একর ভূমি দুলুমদ্দিন নামে রেকর্ড লিপিবদ্ধ আছে। বিআরএস ৯০৯ নং খতিয়ানে ৬১৯৮ নং দাগে ০.৩০ শতাংশ ভূমিসহ মোট ৪.২২ একর ভূমি হাসেন আলী গং নামে রেকর্ড লিপিবদ্ধ আছে।
সরেজমিনে তদন্তকালে দেখা যায়, তফছিল ভূমি মোঃ জহুরুল হক, পিতা- মৃত সৈয়দ আলী, সাং- দাড়িয়ারপাড় এর দখলে আছে। এছাড়াও ওই জমিতে জহুরুল হকের বাড়ী ও পুকুর রয়েছে। যাহা ১৯/১০/২০১৭ ইং সালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) জহুরুলের পক্ষে রায় দিয়েছেন।
কিন্তু ভাইস চেয়ারম্যান জাল জালিয়াতির মাধ্যমে কাগজ প্রদর্শন করে জহুরুল হককে জমি দখল ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। জহুরুল হক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছে। এ বিষয়ে জহুরুল হক সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।
আরও পড়ুন: ইসলামপুরে শিক্ষামন্ত্রীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন