Friday, March 24, 2023

ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হলেন দুই অসহায় মহিলা

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি

- Advertisement -

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হলেন, মোছাঃ রোজিনা (৩০) ও হাফেজা খাতুন (৫৫)। ঘটনাটি ঘটেছে গত ০৬ মার্চ ২০২৩ সোমবার।

- Advertisement -

এতে রবিউল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হোসেন ফারাজীর পুত্র মোঃ আবুল বাশার (৫০), জোরপূর্বক রবিউল ইসলামের জমি দখল করতে যায়। এতে রবিউল ইসলামসহ তার স্ত্রী ও মা বাশারকে বাঁধা দিলে বাশার ও বাশারের স্ত্রী, বাশারের মেয়ে তাদেরকে এলোপাথারিভাবে মারধর করে।

এ ব্যাপারে অভিযোগকারী রবিউল জানায়, আমার স্ত্রী ও মাকে মারধরসহ আমাকে দেশ ছাড়ার হুমকি দিয়ে আসছে। বর্তমানে রোজিনা ও হাজেরা খাতুন ঝিনাইগাতী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী জানায়, বিষয়টি মীমাংসা না হলে দুই পক্ষের মধ্যে বড় ধরণের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

এ বিষয়ে রবিউল ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।এই বিষয়ে পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি বলে জানান।
আরও পড়ুন: উৎসব মুখরতায় ফুলবাড়ীতে পালিত হল দোল পূর্ণিমা

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ