শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর গ্রামে পালক ছেলের অত্যাচারে অসহায় পিতা অতিষ্ট হয়ে পড়েছে। জানা গেছে শাহাজ উদ্দিন ফকিরের পালক ছেলে বাবুল মিয়া (৪৮) পিতাকে অত্যাচার, মারপিট সহ নিজ বাড়ি
থেকে বিতাড়িত করেও সান্ত না হয়ে ৬০ শতাংশ ভূমি গাছপালা সহ বেদখল করে রেখেছেন।
এ ছাড়াও পুকুরের মাছ গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে। বাবুল মিয়ার স্ত্রী পুত্র নিয়ে পিতা শাহাজ উদ্দিন ফকিরকে
বাড়িতে প্রবেশ করতে দেয় না। পিতা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিনাপাত করছেন। তিনি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ধ্যার পর ধুপের দোয়া দিয়ে যা আয় করেন তা দিয়েই জিবন অতিবাহিত করছেন।তার স্ত্রী জরিবান বেগম ৫ বছর আগে মৃতু্য হয়।
এর আগে জাল জালিয়াতি করে বাবুল মিয়া কথা বলে বাবাকে তালাক দিয়ে জমি লিখে নিয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে পালক ছেলে চথুর বাবুল জালিয়াতির মাধ্যমে জমি লিখে নেওয়ার কথা মা জানতে পারলে অসুস্থ্য হয়ে পড়েন।
পরে এই প্রতারণার বিরুদ্ধে শেরপুর কোর্টে জালিয়াতির অভিযোগ এনে একটি মামলা দ্বায়ের করেন মা। বাবুল মিয়া ২লাখ ১৩ হাজার টাকা দিয়ে জমি নিয়েছে বলে দাবি করেন। কিন্তু মা কোন টাকা পয়সা গ্রহণ করেনি বলে শাহাজ উদ্দিন জানায়। এলাকাবাসী শাহাজ উদ্দিনের উপর পালক ছেলের অত্যাচার করে বাড়ি থেকে বিতাড়িত করেছে বলে এলাকার লোকজন সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মোহনগঞ্জে গরুর খামার আগুনে পুড়ে ছাই: ২০ লাখ টাকার ক্ষতি