Thursday, March 30, 2023

ঝিনাইগাতীতে পুরনো ইট দিয়েই চলছে প্যালাসাইডিং নির্মাণ

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি

- Advertisement -

শেরপুর জেলার ঝিনাইগাতীতে পুরনো ইট দিয়ে প্যালাসাইডিং নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা সোমেশ্বরী ব্রিজের দঃক্ষিন পাশে মরহুম খোরশেদ আলমের বাড়ির উত্তর পাশে চলছে এ প্যালাসাইডিং নির্মাণ কাজ।

- Advertisement -

৩০ জানুয়ারি সোমবার সকালে সরেজমিনে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামসহ এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষাকালে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলের পানি। সোমেশ্বরী এ নদীর স্রোতে ভেঙে যায় লোকজনের বসত বাড়ি ও ধ্বসে যায় সোমেশ্বরী ব্রীজের চারপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। কাগজে কলমে সোমেশ্বরী নদী নাম করণ থাকলেও স্থানীয় এলাকাবাসীর মুখে পাগলা নদী নামে রয়েছে বেশ পরিচিত।

এ পর্যন্ত সোমেশ্বরী নদীর গর্বে বিলীন হয়েছে অনেকের বসত বাড়ি। নদীর গর্ভে বসতভিটে বিলীন হওয়ায় কেউ বসত বাড়ী ছেড়ে পারি জমান ঢাকা শহর, আবার কেউ স্ব-পরিবারসহ আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। গত ৩০/৩৫ বছর যাবৎ বাগেরভিটা গ্রাম দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদীর ভাঙ্গনে দিশেহারা হয়ে অনেকে ভোগান্তির স্বীকার হচ্ছে নদীর তীরের লোকজন।

- Advertisement -

আরও বলেন, প্রতি বছর বর্ষাকালে এখানে নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে ফসলসহ বিভিন্ন বাড়ী ঘরের ক্ষতি হয়ে থাকে। উন্নতমানের প্যালাসাইডিং নির্মাণের দাবী থাকলেও গত বছর প্যালাসাইডিং নির্মাণ করা হয় অতি নিম্নমানের। এবছর শ্রমিক দিয়ে আগের প্যালাসাইডিং সম্পন্ন ভাঙ্গা হয় এবং সেই আধ ভাঙ্গা পুরাতন ইট দিয়ে নির্মিত হচ্ছে প্যালাসাইডিং। এসময় এ স্থানে উন্নতমানের প্যালাসাইডিং নির্মাণ কাজের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন: দৈনিক সকালের সময়ের প্রীতি সম্মিলনী

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img