শেরপুরের ঝিনাইগাতীতে ৫ মার্চ হতে ৯ মার্চ ভূমি উন্নয়ন কর মেলা চলাকালীন সময়ে ৭ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। ইতিমধ্যেই ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ভূমি মালিকদের সুবিধার্থে আগামী ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক মাইকিং প্রচারসহ অন্যান্যভাবে প্রচার চালানো হচ্ছে। এ কারণে ১৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত কর আদায় সময় বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য, এ মেলায় সফলতা দেখা দিয়েছে। ইতিপূর্বে ঝিনাইগাতীতে ৫ দিনে ৭ লক্ষ টাকা আদায় করা সম্ভব হয়নি স্ব-স্ব ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ভূমি মালিকদেরকে সচেতনকরণ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা করার কারণে এ সফলতা এসেছে।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে মাদক মামলার আসামিসহ তিনজন গ্রেফতার