ঝিনাইদহে দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জলমহাল ইজারায় অনিয়মের অভিযোগ
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমীর বিরুদ্ধে আইন বর্হিভুতভাবে ক্ষমতায় অপব্যবহার করে জলমহলা ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ এর নীতিমালা উপেক্ষা করে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে।
জানা যায়, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া পুকুরের ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সদর উপজেলা পরিষদ। ইজারার নিয়ম অনুযায়ী ৩ জন এতে অংশ নেয়। গত ১৪ ফেব্রæয়ারি টেন্ডার উন্মক্ত করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে টেন্ডার পায় আড়মুখী মৎস্যজীবি সমবায় সমিতি। তবে আড়মুখী মৎস্যজীবি সমবায় সমিতির নামে ঝিনাইদহ সহকারী জজ আদালতে মামলা চলমান (যার নং-৮৫/২১) রয়েছে।
সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ এর নীতিমালায় উল্লেখ রয়েছে কোন মৎস্যজীবি সংগঠনের বিরুদ্ধে কোন আদালতে মামলা থাকলে ওই সংগঠন বা সমিতিকে জলমহাল বন্দোবস্ত প্রদাণ করা যাবে না। মামলা চলমান থাকার পরও ওই সমিতিকে জলমহাল ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে। ইজারা উন্মুক্ত করার পুর্বে ওই সমিতির বিরুদ্ধে মামলার নথি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ আকারে জমা দিলেও তিনি কর্ণপাত করেন নি।
আরাপপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, নীতিমালা উপেক্ষা করে ইউএনও এবং এসিল্যান্ড সম্পুর্ণ অন্যায়ভাবে ইজারা দিয়েছে। ইজারা দেওয়ার পুর্বে আমি লিখিতভাবে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। নিয়ম বর্হিভূত ভাবে ওই সংগঠনকে ইজারা দেওয়া হয়েছে। এতে ওই দুই কর্মকর্তা কোন সুবিধা নিয়েছে কি না তা এখন প্রশ্ন রয়ে গেছে।
মাসুদুর রহমান আরও অভিযোগ করে বলেন, আদালতে মামলা চলমান থাকার পরও জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিভাবে প্রত্যায়ন দেওয়া হয়েছে। আমার মনে হয় জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার বড় বাবু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জাহাঙ্গীর হোসেন এর সাথে জড়িত। টাকার বিনিময়ে তারা একাজ করতে পারে বলে আমাদের ধারণা।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, আমাদের কাছে যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিলো তা আমরা দেখেছি। মামলার বিষয়টি নিষ্পত্তি করার পরই ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না।
ঝিনাইদহের সেই প্রতারক হাফিজুর রহমান গ্রেফতার
ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের মজিবুর রহমানের ছেলে প্রতারক হাফিজুর রহমান (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, সদর থানার প্রতারক মামলার আসামী হাফিজুর রহমান হাটগোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, প্রতারক হাফিজুর রহমানের ঝিনাইদহ ইসলামী ব্যাংকে ঋণ খেলাপী মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে না দিয়ে প্রতারণা করে আসছিলো। ঝিনাইদহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবু সাঈদের কাছ থেকে দুটি ট্রাক লীজ নেয় প্রতারক হাফিজুর রহমান। লীজের টাকা নিয়মিত দেওয়ার কথা থাকলেও প্রতারক হাফিজুর রহমান টাকা না দিয়ে ঘোরাতে থাকে। আবু সাঈদ গাড়ী ২ টি ফেরত চাইলে উল্টো হুমকি দেয়। এমনকি আবু সাঈদের নামে মিথ্যা তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করে। গাড়ী ২ টি বিক্রি করে টাকা আত্মসাৎও করেছে প্রতারক হাফিজুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর, তার গ্রাম পানামিসহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে হাফিজুর রহমান। প্রতারক হাফিজুর রহমানকে গ্রেফতার করায় র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের আহŸায়ক মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসেন।
সভায় বিএনপির আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহŸান জানান। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষনা দেওয়া হয় সভা থেকে।
ঝিনাইদহ সমৃদ্ধি প্রকল্প বাস্তবায়নে জেলা জোট গঠন
ঝিনাইদহে হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা (সমৃদ্ধি)’ প্রকল্প বাস্তবায়নে জেলা জোট গঠন করা হয়েছে।
রোববার সকালে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর প্রশিক্ষণ কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেসময় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নাড়িকেলবাড়ীয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুন, বিসিক মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন জুলিয়াস, সমৃদ্ধ প্রকল্পের সমন্বয়কারী মোঃ ছাব্দার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, যেসব নারীরা বাড়িতে গার্মেন্টস পণ্য তৈরী করে জীবিকা নির্বাহ করে তাদের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় এই প্রকল্পটি কাজ করছে। জেলা জোট গঠনের মাধ্যমে আগামীতে ওইসব নারীদের অধিকার রক্ষায় কাজ করবে।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কমিটি গঠন করা হয়। কমিটির আহŸায়ক হলেন শিক্ষানুরাগী আমিনুর রহমান টুকু, সদস্য সুশীল সমাজের প্রতিনিধি এন.এম শাহজালাল, ঝিনাইদহ জেলা চেম্বারস কমার্সের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন, সুশীল সমাজের প্রতিনিধি সুরাইয়া পারভীন মলি, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, বিসিক মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন জুলিয়াস, ঝিনাইদহ সদর থানার নারী, শিশু ও বয়স্ক হেল্প ডেস্কের সুমনা খাতুন। সাধারন সদস্যরা হলেন ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাঃ নিলুফার রহমান, সাংবাদিক লোটাস রহমান সোহাগ, জাফর উদ্দীন রাজু, জান্নাতুল ফেরদৌস লাকীসহ আরো ১৪জন।
আরও পড়ুন: ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও কিডনি পরীক্ষা