মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচিত ইসলামি বক্তা ও তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমির মুফতি ড. এনায়েত উল্লাহ আব্বাসী‘র ওয়াজ মাহফিলে হাজারো মানুষের ঢল নেমেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার পাচগাও ইউনিয়নের মান্দ্রা-পোদ্দারপাড়া মারকাজুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল উপলক্ষে জেলা, উপজেলার দূর দূরান্ত থেকে হাজারো মানুষের সমগম হয় মাঠ প্রাঙ্গনে।
এ সময় প্রধান বক্তা হিসেবে ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু বকর মুন্সীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো: লুতফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী নাহিদ খান,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ,বিশিষ্ট শিল্পপতি শাহিন ভূইয়া স্বপন,মুরসালিন মোল্লা সহ আরো অনেকে।
আরও পড়ুন: লৌহজং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের জন্মদিন উদযাপিত