মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ তারেক ও সিফাত স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩:৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে,এম,শামীম ওসমান(এমপি)। আওয়ামী লীগ নেতা স্বপন চোকদারের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী নাহিদ খান।
গনাইসারের নিহত সাবেক দুই খেলোয়াড় তারেক ও সিফাতের স্মৃতিতে ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এ খেলায় গনাইসার বড় দল বনাম ছোট দলের মধ্যকার প্রীতি ম্যাচটিতে বড় দল ৩-২ গোলে পরাজিত করে ছোট দল কে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিনিউকেশন ডিরেক্টর তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান লিপি ওসমান,টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার,উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আবুল হাসনাত সেন্টু,পাচগাও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইবনুল কবির মিঠু মুন্সি, বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন চোকদার,বিশিষ্ট ব্যবসায়ী আমিন শিকদার,আওয়ামী লীগ মনোনীত পাচগাও ইউপি চেয়ারম্যান প্রার্থী সুমন হাওলাদার প্রমুখ।
আরও পড়ুন: মোহনগঞ্জে ভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন
মুন্সীগঞ্জ প্রতিনিধি