মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদক মামলার আসামি সহ ৩ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান এর নেতৃত্বে এসআই আল মামুন, এসআই রমজান আলি সজল সংগীয় ফোর্সের সহায়তায় ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী ইসমাইল হাওলাদার, সিআর সাজাপ্রাপ্ত আসামি মো: তোফাজ্জল ও সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল হোসেন কে গ্রেফতার করা হয়।
বুধবার পৃথক অভিযানে উল্লেখিত আসামিদের গ্রেফতার করে পুলিশ। টঙ্গীবাড়ী থানার এসআই আল মামুন বলেন,পুলিশের চাকরি করা আমার যেমন পেশা, তেমনি আসামি ধরাও আমার নেশা। তিন আসামির মধ্যে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন কে ডিএমপি’র সহায়তায় কদমতলী থেকে আটক করি।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, পৃথক অভিযানে সিআর ও মাদক মামলার ৩ আসামি কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
আরও পড়ুন: আটপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ