Friday, March 31, 2023

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির শিক্ষা বৃত্তি প্রদান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

- Advertisement -

ঢাকাস্থ কেন্দুয়া সমিতির উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়ার মেধাবী ৩৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

- Advertisement -

সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবীর মোশারফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, ঢাকার সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিকা রুমাইয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মতিউর রহমান, এরশাদুল ইসলাম, নাজমুল হাসান, এডভোকেট আবুল হাসান, সাংবাদিক রাখাল বিশ্বাস, আসাদুল করিম মামুন, শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা, সারোয়ার জাহান কাউছার প্রমূখ। জানা গেছে এ বছর কেন্দুয়া উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩৮জন মেধাবী শিক্ষার্থীকে (সার্টিফিকেট ও নগত অর্থ) এ বৃত্তি প্রদান করা হয়।

- Advertisement -

আরও পড়ুন: দুর্গাপুরে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় মেনকিফান্দার আবুল কালাম!

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img