ময়মনসিংহের তারাকান্দায় বালিখাঁ ইউনিয়ন থেকে গোলাপ হোসেন (৪৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,মৃত নুর হোসেনের পুত্র গোলাপ হোসেন ২১ জানুয়ারি রাতে ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য বের হয়। আনুমানিক ৭:৩০ থেকে ৮:৩০ ঘটিকার দিকে নিহতের ভাই আলিমুদ্দিন একই মেশিন হইতে পানি দেওয়ার জন্য গিয়ে দেখে তারঁ ভাই গোলাপ হোসেন মেশিনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন তার ডাক চিৎকারে আশেপাশে হইতে লোকজন আসে।
পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে ফুলপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার, দীপক মজুমদার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েন সঙ্গীয় ফৌস সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতের লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত ও আলামত হিসেবে একটি চাদর, রক্তমাখা মাটি, বাঁশের লাঠি জব্দ করে এবং আলামত সহ মৃতের লাশ থানায় নিয়ে আসে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, কৃষক গোলাপ হোসেনের ঘটনায় মামালা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীর হাসাইলে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কাজি ওয়াহিদ এর মত বিনিময় সভা