Friday, March 31, 2023

তারাকান্দায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান

মো:শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি

- Advertisement -

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি শনিবার তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ডা: মাহবুবুল আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক, জেলা পরিষদের সদস্য মেজবাউল আলম রুবেল চৌধুরী,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম রাজু, এ.কে.এম আজহারুল ইসলাম সরকার,প্রমূখ। এছাড়াও এ সময় উপজেলা ভেটেরেনারি হাসপাতালের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিভিন্ন জাতের গরু, ছাগল, হাস, মুরগী কবুতর সহ নানা ধরনের প্রাণীসহ ৫০ জন খামারি প্রদর্শনীতে অংশগ্রহন নেয়। আগত খামারিদের সনদপত্র,গবাদিপশু খাবার পাত্র ও প্রথম,দিত্বীয় ও তৃতীয় পর্যায়ে ৩ জন সহ অংশগ্রহণকারী সকল খামারি কে সম্মানী পুরুষ্কার প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -

এর পূর্বে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরেনারি হাসপাতালের বি.এফ.এ মো: রফিকুল ইসলাম। স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এ স্লোগানে দিন ব্যাপি এ অনুষ্ঠান করা হয়।

আরও পড়ুন: লৌহজংয়ে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সভা ও অভিষেক

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img