Friday, March 31, 2023

তারাকান্দায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি

- Advertisement -

প্রাণী স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌছাঁনোর লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাণী সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

জানা গেছে,উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে এর আয়োজনে ২৭ জানুয়ারি সোমবার বানিহালা ইউনিয়নে নলদিঘী গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা সেবা নিতে সকাল থেকে লোকজন পালিত গরু,ছাগল,হাস মুরগী,কবুতর সহ অন্যান্য প্রাণী নিয়ে জড়ো হতে থাকে। উপস্থিত গবাদিপশুর স্ব শরীলে দেখে ও লক্ষণ শুনে বিনামূল্যে ঔষধ বিতরন করেন তারাকান্দা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: নাহিদ নাওরিন কান্তা।

- Advertisement -

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড ফ্যামিলিটেটর জনস্বাস্থ্য সু- রক্ষা ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিসার এ.কে. এম রাফুল আলম খান,বি.এফ.এ মো: রফিকুল ইসলাম প্রমূখ।এ বিষয়ে ভেটেরিনারি সার্জন ডা:নাহিদ নাওরিন কান্তা জানান,পর্যায়ক্রমে সকল ইউনিয়নে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। এ ছাড়ও তিনি উপস্থিত সকল কে হাস,মুরগী,ছাগল,কবুতর সহ অন্যান্য প্রাণী পালনের জন্য পরামর্শ প্রদান করেন। প্রায় শতাধিক গবাদিপশুর চিকিৎসা ও মালিকদের মাঝে বিনামূল্যে ও ঔষুধ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বারহাট্টায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img