নেত্রকোনার দুর্গাপুরে শীতার্ত অসহায় ও দুঃস্থ্য মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়াল ‘‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি’’ দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি চত্বরে ২শত জন অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভার) সুবল রঞ্জন কর, সমিতির সভাপতি বানী চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদিকা জবা সরকার প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি সমাজ উন্নয়নে নানাবিধ কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: সোনার বাংলা গড়তে হলে,সোনার মানুষই পারবে নিরাপদ সড়ক গড়তে: চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন