নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আওয়ামীলীগ দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা,আনন্দ র্যালি ও আলোচনা সভা।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের অন্যতম সদস্য মি. রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেত্রী জান্নাতুল ফেরদেতৗস আরা ঝুমা তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি স্বপন স্যান্যাল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিভাস সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, দুর্গাপুর ইউয়ন আ.লীগের সভাপতি শাহীনুর আলম সাজু প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,উলামালীগসহ,অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদর্শিক কারণেই চিরদিন টিকে থাকবে আওয়ামীলীগ: অসীম কুমার উকিল