নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী ফান্দা এলাকায় প্রাকৃতিক পরিবেশে নির্মিত আশ্রয়ন প্রকল্প (রংধনু) পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন খন্দকার। গত শনিবার পড়ন্ত বিকেলে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে এ প্রকল্প পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার, সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি, আরফিন রাসেল, ইউপি সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব-উল-আহসান বলেন, অত্র উপজেলায়, ১ম পর্যায়ে ৩৫ জন, ২য় পর্যায়ে ৪৫ জন, ৩য় পর্যায়ে ৬৪ জন এবং ৪র্থ পর্যায়ে ২৫ জনসহ মোট ১৬৯ জন ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসিত করা হয়েছে। আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী অত্র উপজেলাকে ভূমিহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় বিএনপি কেন্দ্রীয় যুবদল নেতাকে সংবর্ধনা