Thursday, March 30, 2023

দুর্গাপুরে এস.এস. সি ব্যাচ-২০০৩ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

- Advertisement -

পিকনিক বা বনভোজন এখন আমাদের সংস্কৃতির অন্যতম অঙ্গ। বছরে একবার দলবদ্ধভাবে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো,আনন্দ উপভোগ করে উন্মুক্ত স্থানে খোলা আকাশের নিচে ভোজন পর্ব শেষ করাই হচ্ছে পিকনিক।

- Advertisement -

এস.এস. সি ব্যাচ-২০০৩ এর পক্ষ থেকে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো ৩ই জানুয়ারী শুক্রবার সকাল থেকে গোধূলি সন্ধ্যায় বিজয়পুর এলাকার কমলা বাগান স্পটে। পিকনিকে আড্ডা, মজাদার খাবার, খেলাধুলা আয়োজন ছিল। বনভোজনে অংশগ্রহণকারী সকলের জন্য একটি গøাস পুরস্কার প্রদান করা হয়। খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগীর রোষ্ট,মাছের ভূনা, সবজি, সালাত ও ড্রিংক্স।

সুন্দর সময় কাটানোর পর আয়োজক হাবিবুল্লাহ বেলালী, রুয়েল মিয়া, ইমরান তালুকদার, মোরশেদ আলম,মিথুন,রনি সবাইকে ধন্যবাদ জানিয়ে পিকনিকের সমাপ্তি ঘোষণা করেণ হালিম তালুকদার ও রতন সরকার প্রমূখ। আনন্দ হৈ-চৈ এর সঙ্গে এ বছরের পিকনিক শেষ হলো।

- Advertisement -

আরও পড়ুন: কলমাকান্দায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি -লেহেঙ্গা জব্দ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img