Friday, March 24, 2023

দুর্গাপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

কলিহাসান দুর্গাপুরে (নেত্রকোনা) প্রতিনিধি :

- Advertisement -

পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আলমাছ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. সজীব রায় প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন।পরিসংখ্যান বিভাগের শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমের মাধ্যমে আমরা সময়োপযোগী, সঠিক ও নির্ভুল তথ্য পেয়ে থাকি।
আরও পড়ুন: গৌরীপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্টিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ