Tuesday, March 21, 2023

দুর্গাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রাণি সম্পদ দপ্তরের ডিম বিতরণ

কলিহাসান,দুর্গাপেুর(নেত্রকোনা)প্রতিনিধি:

- Advertisement -

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’স্লোগান নিয়ে নেত্রকোনার
দুর্গাপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। উপজেলা পরিষদ চত্ত্বরে
বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার স্মৃতিমঞ্চে আলোচনা সভা হয়।

- Advertisement -

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান। উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাণি
সম্পদ কর্মকর্তা ডা. শিমু দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান,সহকারী প্রোগ্রামার সামিউল ইসলাম, থানা ওসি শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম
রফিক, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্টলের পদর্শণীর বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শিমু দাস বলেন, গবাদিপশুর টিকা, ইউরিয়া, মোলাসেস এর উপাদান, কৃত্রিম প্রজনন এর জন্য গান, ক্রায়ও ক্যান, বিভিন্ন লিফলেট, উন্নত জাতের ঘাসের কাটিং,বিনামূল্যে গবাদিপশুর হজমের ওষুধ ও শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: তারাকান্দায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ