নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে ওই ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারে প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান ভিপি লিটন।
উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র সরকার এর সঞ্চালনায় বাকলজোড়া ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার,দুর্গাপুর পৌর মেয়র আব্দুস ছালাম,উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মুজিবর রহমান, মো. আলী আজগর, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ পলাশ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল শাহাদাৎ বাবুল,উপজেলা আ.লীগ নেতা বিপ্লব মজুমদার, নৌকা প্রতীকের প্রার্থী সফিকুল ইসলাম সফিক, বাকলজোড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সেকান্দর আলী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়নের তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতা-কর্মীদের মাঠে নিরলসভাবে কাজ করতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে হলে নৌকার বিকল্প বলতে কিছু নেই।
আরও পড়ুন: আলোয়-আলোয় আলোকিত করে তুললেন আটপাড়া উপজেলাকে ইউএনও মো: শাকিল আহমেদ