নেত্রকোণার দুর্গাপুরে বাবার সাথে অভিমান করে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইয়াসিন পৌর শহরের খরস এলাকার আসাদুজ্জামানের ছেলে।
পুলিশ ও আরাফাতের স্বজনদের থেকে জানা যায়, ইয়াসিন নামাযে না যাওয়ায় তার বাবা বকা দেয়। এতে অভিমান করে শুক্রবার দুপুরের দিকে বিষ পান করে সে। বিষ খাওয়ার বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ্য হলেও শনিবার ভোর ৪টার দিলে মৃত্যুর কোলে ঢলে পরে ইয়াসিন আরাফাত।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। খবর পেয়ে আমরা দ্রæত হাসপাতালে যাই এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করি।
আরও পড়ুন: ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ