Tuesday, March 21, 2023

দুর্গাপুরে প্রয়াত পৌর মেয়র আলা উদ্দিন স্মরণে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

- Advertisement -

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার প্রয়াত মেয়র আলা উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল ও উপজেলাবাসীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরের তেরীবাজার মেয়র আলা উদ্দিনের নিজ বাসভবন চত্বরে এ দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ হয়।

- Advertisement -

এ দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেণ প্রয়াত মেয়র আলা উদ্দিনের ছোট সহধর্মিণী জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমী।

এছাড়াও আগামীকাল শুক্রবার উপজেলার সবক’টি মসজিদ, মন্দির ও গীর্জায় প্রয়াত মেয়র আলা উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করানো হবে।

- Advertisement -

এ দোয়া মাহফিলেরও আয়োজন করবেন বলে জানান সুরমী আক্তার সুমী। সেখানে স্থানীয় গণ্যমান্য,সুধী সমাজ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনতা মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেণ।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আলা উদ্দিন মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

- Advertisement -

আরও পড়ুন: নেত্রকোণায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ