Friday, March 31, 2023

দুর্গাপুরে মনোনয়নপত্র জমা দিলেন তিন প্রার্থী

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন

- Advertisement -

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকজোড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তিন জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সফিকুল ইসলাম, স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম ও মো. ইউসুফ তালুকদার উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন।

- Advertisement -

রোববার বিকাল পাঁচটা পর্যন্ত আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল জানান, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে যথাসময়ে এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী রোববার (১৯ ফেব্রুয়ারী) ছিলো মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শ ৬৭ জন। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ওই ইউনিয়নের উপ-নির্বাচন।

- Advertisement -

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। নির্বাচিত হওয়ার পর গত ১০ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন: বিদ্যুৎ খুঁটি স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, আহত-১০

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img