দুর্গাপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনর সার্বিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ,একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কলি হাসান ওয়ালী,উপজেলা প্রশাসনের কর্মকর্তা প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনওসহ অতিথিরা।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত