নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। এ ব্যবস্থা চালু হওয়া আনন্দিত স্থানীয়রা।
শনিবার দুপুরে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়েছে বলে জানান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব রায়।
তিনি জানান,এই প্রথমবারের মতো দুর্গাপুরের ইতিহাসে সরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। আগে কখনো এ ব্যবস্থা চালু ছিলো না। দুপুরে এক প্রসূতির সিজার অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়। সিজারিয়ান মা ও শিশু দুজনেই সুস্থ্য আছেন।
উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখিলা গ্রামের মো.জাকির হোসেনের স্ত্রী আফরোজা বেগম। তিনি সরকারি সেবায় প্রথম সন্তান জন্ম দেন। এতে তারাও আনন্দিত।
স্থানীয়রা জানান,কোন প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে ময়মনসিংহে যাওয়া ছাড়া উপায় ছিল না। সিজারিয়ান অপারেশন এখানে না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে উপজেলাবাসীকে। সরকারি সেবার জন্য এ সময়ে উপজেলাবাসীকে ময়মনসিংহ হাসপাতালে যেতে হতো। বিকল্প হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করাতে হতো। এতে খরচ হতো অতিরিক্ত টাকা অনেকের সে সামর্থ্য ছিলো না। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোন প্রকার জামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে।
প্রথম সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন সার্জন ডাঃ চৌধুরী ফাইজা,অ্যানাসথেশিয়া ডাঃ অপূর্ব কাঞ্চন দাশ,ডাঃ শেখ ফারহানা ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব রায়,আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাকসুদা আক্তার রিমি।
আরও পড়ুন: কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার পেল ১৮১টি প্রাথমিক বিদ্যালয়