Thursday, March 30, 2023

দুর্গাপুরে ১১বীর মুক্তিযোদ্ধা পরিবার পেল ‘বীর নিবাস’

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

- Advertisement -

নেত্রকোনার দুর্গাপুরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ১১পরিবার পেল বীর নিবাস। উপজেলার ৭টি ইউনিয়নে এসব ঘর নির্মাণ শেষ করে ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। সকাল ১১টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বীর নিবাস প্র্রকল্পের আওতায় শুভ উদ্বাধনের টিভি সম্প্রচার প্রদর্শন আয়োজন করে উপজেলা প্রশাসন।

- Advertisement -

বীর নিবাস নির্মাণ শুরুর আগেই যাচাই-বাছাই করে উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরের বরাদ্দ পেয়ে এবং নির্মাণ শেষ হওয়ায় ব্যাপক খুশি অসহায় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মো.সিরাজুল হক জানান, মুক্তিযুদ্ধে বেশিরভাগ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ অংশগ্রহণ করেছিলেন। সরকার যে ঘরগুলো দিচ্ছে তা অবশ্যই ভালো কাজ। এতে করে অসচ্ছল মুক্তিযোদ্ধারা তাঁদের মাথাগোঁজার ঠাই পাবেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

- Advertisement -

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকার দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাদের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। ঘর পেয়ে মুক্তিযোদ্ধারা ভীষণ উপকৃত হচ্ছেন। এ প্রকল্প মুক্তিযোদ্ধাদের মাঝে সাড়া ফেলেছে।

আরও পড়ুন: দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি’র মা প্রণতী সরকার ২১তম মৃত্যুবার্ষিকী

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img