Tuesday, March 21, 2023

দেওয়ানগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ

- Advertisement -

আজ বুধবার ০৯ নভেম্বর ২০২২ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বিজিবি‘র অভিযানে ২৪ বোতল ভারতীয় মাদক রয়েল চয়েস জব্দ করা হয়েছে।

- Advertisement -

জানা যায়, রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন ঢাকা মেট্রো- ব,১৫-০৮৬২ নাম্বার গাড়িটি সকাল ০৮:৩০ মিনিটে বাঘারচর বিজিবি ক্যাম্পের সামনে আসলে (৩৫ বিজিবি) বাঘারচর বিওপি কমান্ডার মফিদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল তল্লাশি অভিযান চালিয়ে মাদক গুলি জব্দ করে। অভিযানে কোনো মাদক ব্যবস্যায়ীকে গ্রেফতার করা যায়নি।

এব্যাপারে জানতে চাইলে বাঘারচর বিওপি কমান্ডার মফিদুল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে ৭৫০ মিলিগ্রামের ২৪ বোতল ভারতীয় মাদক রয়েল চয়েস জব্দ করেছি, মাদক ব্যাবস্যায়ী সুকৌসলে পালিয়েছে, আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও পড়ুন: ইসলামপুরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প মানবেতর জীবনযাপন শিল্পীদের

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ