আজ মঙ্গলবার সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত পরিদর্শন করেন।
তিনি প্রথমে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে সাবরেজিস্টার অফিস ও পাইকুরাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় বাদশাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় হয়। সাবরেজিস্টার অফিসে ও পাইকুরাটি ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথে পরামর্শমূলক কথা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এসব প্রতিষ্ঠান এর উদ্দেশ্যে বলেন, ‘উন্নয়নের স্বার্থে এবং মানু্ষের ভোগান্তি কমাতে যেকোন কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময় থাকবে।’
আরও পড়ুন: নেত্রকোনার ছেলে নিহালের মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে উঠার গল্প!