সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় ব্র্যাকের উদ্যোগে ব্র্যাক শিক্ষা কর্মসূচি পালিত হয়েছে। পাশে আছি প্রকল্পের আওতায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ধর্মপাশা উপজেলায় মোট ২১টি পাশে আছি ভার্চুয়াল সেন্টার চলমান রয়েছে। ২১ টি সেন্টারে ১২৬০ জন শিশু পাঠদান করে আসছে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় কে,কেন্দ্র করে ২১ টি সেন্টার পরিচালিত হচ্ছে। ২১ টি সেন্টারে ১২৬০ জন শিশু ও১২৬০ জন মায়ের সাথে পাশে আছি এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য দেশে সার্বজনীন শিক্ষা অর্জিত করা এ প্রকল্পের মূল লক্ষ্য।
ধর্মপাশা উপজেলার নিকটে পূর্ববাজারে ব্র্যাক অফিস মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস,ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান, পরিচালনা করেন, সৈয়দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক ঝিনুক দিপু।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের আওয়াজ তুলে বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে, আর এই উন্নয়নে বাংলাদেশের ব্র্যাক এনজিও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ব্র্যাক আজ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এর মধ্যে ব্র্যাকের শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। আমি আমার মত করে ব্র্যাকের পাশে থাকব।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে ভূমি উন্নয়ন কর মেলার সময়সীমা আগামী ১৬ মার্চ পর্যন্ত বর্ধিত