- Advertisement -
আমার মেয়ে নিনিতা, কতোই বা তার বয়স হবে
কান্ড দেখে তাক লেগে যাই
যে কেউ অবাক চেয়ে রবে।
- Advertisement -
ফেব্রুয়ারির একুশ তারিখ-সেই যে সকাল বেলাতে
প্রভাতফেরীর গানের সুরে
চায় গলাটা মেলাতে।
ড্রেসিংটেবিল সামনে রেখে-শহিদমিনার মনে করে
নতমস্তক দাঁড়িয়ে থাকে
ফুল ছুঁড়ে দেয় শ্রদ্ধাভরে।
- Advertisement -
বুকভরা তার ভাষাপ্রীতি, সেই কথাটাই জানাতে
বর্ণমালার আদল একে
চায় দেয়ালে টানাতে।
তিনটে বছর হয়নি বয়স, কতোই বা সে বোদ্ধা
ভাষাশহিদের স্মৃতির প্রতি
এতো যে তার শ্রদ্ধা…!
- Advertisement -
আরও পড়ুন: কলমাকান্দায় অটোরিকশা গ্যারেজে আগুন
- Advertisement -