পূর্বধলা উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭মার্চ) বিকেল ৪টায় মধ্য বাজার দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখার (একাংশ) এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
পূর্বধলা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকতের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, মুক্তিযোদ্বা সংসদের সাবেক উপজেলা কমান্ডার মো: নিজাম উদ্দিন, হোগলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুউদ্দিন আহমেদ, জারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইসলাম উদ্দিন শান্তি, গোয়ালাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এনায়েত হোসেন কবির, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রহমত আলী মাষ্টার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো খোকন মিয়া, ধলামুলগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সাদেক, বৈরাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ এমদাদ মিয়া ও আগিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম লিটন প্রমুখ।
সমাবেশে বক্তারা এ ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামালার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
পরে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত