Tuesday, January 31, 2023

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার

- Advertisement -

নেত্রকোনায় পৌর শহরের স্টেশন রোড এলাকায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আলপনা বেগম আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নেত্রকোনা মুক্ত দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ওই সাংবাদিককে উদ্ধার করে ইজিবাইকের চালককে আটক করে নেত্রকোনা মডেল থানায় সোপর্দ করে।

- Advertisement -

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ আহত সাংবাদিক আলপনা বেগমকে হাসপাতালে পাঠান। সেই সঙ্গে চালককে আটক করেন।

জানা গেছে, নেত্রকোনা মুক্ত দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য সকালে সাতপাই বাসা থেকে বের হন আলপনা। পরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছাতেই দাঁড়িয়ে থাকা ইজিবাইকটি সামনের ইজিবাইকগুলোকে ওভারটেক করে ঘুরিয়ে মোটরসাইকেলের ওপর তুলে দেয়। লাইসেন্সবিহীন ওই অটোরিকশায় নেই কোনো লুকিং গ্লাস। এমনকি চাবি ছাড়াই চালাচ্ছিলেন চালক।

- Advertisement -

এটি চুরি হওয়া ইজিবাইক কি না এবং কোনো নিয়মকানুন না মেনে চালানোর বিষয়টি আমলে নিয়ে মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ব্যাপারে মামলা করা হবে।

আরও পড়ুন: নেত্রকোনা জেলার শ্রেষ্ট ওসি দুর্গাপুর থানার মোহাম্মদ শিবিরুল ইসলাম নির্বাচিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ