নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ । এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ এক লক্ষ ষোল হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়ে আসামীদের জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি ) ভোরে উপজেলার লেংঙরা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামের জনৈক সোহরাব উদ্দিনের বসত ঘর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো – একই ইউনিয়নের মাজহারুল ইসলাম (২৪), নাছির উদ্দীন (৪৯), মো. রহিছ উদ্দিন(৩৯), মো. তাজুর ইসলাম (৪৯), মো. মানিক মিয়া (২৫), মো. তাইজ উদ্দিন(৪৭),মো. কামাল উদ্দিন ভুইয়া (৫৩), আ: রশিদ (৪৩), মো. শহিদ মিয়া (৩৮), নাজমুল হক (২৬), সাজ্জাদ হোসেন (৪৩) ও মো.রাহাত উল্লাহ (২০) ।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) সাংবাদিকদের জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার ৫৫০/- টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়ে আসামীদের জেলা আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন জুয়া, মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধ দমনে আমরা সর্বদা সজাগ রয়েছি।
আরও পড়ুন: কলমাকান্দায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কীটনাশক পানে ছাত্রীর আত্মহত্যা