Friday, March 24, 2023

নেত্রকোনার পূর্বধলায় ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা জেলা প্রতিনিধি

- Advertisement -

পূর্বধলা থানার পুলিশ গত রবিবার রাতে জারিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

- Advertisement -

পূর্বধলা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এস আই মোঃ আলাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে জারিয়া মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র মোঃ শাহেদ আলী (২১)। সে বর্তমানে কক্সবাজারের পাহাড়তলীতে বসবাস করে আসছে।

- Advertisement -

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাহেদ আলীর বিরুদ্ধে এস আই মোঃ আলাল উদ্দিন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করেছে।
আরও পড়ুন: নেত্রকোনায় বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ