মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণ, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরি কোঠা পুনঃবহাল, ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে বাতিল সহ ৫ দফা দাবীতে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বুধবার বিকালে নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খানের সভাপতিত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহীম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এখলাছ আহম্মেদ কোরাইশী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম উঠা ভ‚য়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের নাম বাতিল সহ জেলা সংসদের আর্থির অনিয়ম সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
পরে মুক্তিযোদ্ধাগন নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন: শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে বহাল তবিয়তে অবৈধ ঢালাই কারখানা