Thursday, March 30, 2023

পাচগাও ইউপি চেয়ারম্যান হলেন নৌকার সুমন

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

- Advertisement -

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতিকের এইচ,এম,সুমন

- Advertisement -

সোমবার (১৩মার্চ) সকাল ৮ টায় ১০ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৫ টায় শেষ হয়। প্রথম বারের মতো ইভিএমে ভোট দিতে এসে কিছুটা বিরক্তিবোধ করলেও সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুশি ভোটাররা।

পাচগাও ইউপি নির্বাচনে এবার ১০ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ২০৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুমন হাওলাদার। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের সেলিম শেখ পান ১৭৮৫ ভোট। ১৩৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আনারস প্রতিকের মঞ্জুর আলি শেখ, অটোরিকশা প্রতিকের মিজান মোল্লা পান ১১৮৫ ভোট, রজনীগন্ধা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আলি জাফর পান ১০০২ ভোট, মোটর সাইকেল প্রতিকের আলি আহম্মদ শেখ পেয়েছেন ৮৪৫ ভোট, ইসলামী আন্দোলনের মোস্তফা শেখ হাত পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮৫ ভোট, সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৪ ভোট,টেবিল ফ্যান প্রতিক নিয়ে শেখ ফরিদ পেয়েছেন ৮০ ভোট এবং টেলিফোন প্রতিক নিয়ে সাগর আহম্মেদ পেয়েছেন ৬৬ ভোট।
আরও পড়ুন: আটপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img