Friday, March 31, 2023

পাচগাও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজান মোল্লা’র উঠান বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

- Advertisement -

পাচগাও ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান মোল্লা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে দশত্তর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী খালেক শেখ এর সভাপতিত্বে ও মোতালেব দেওয়ান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুমন দেওয়ান, ইসমাইল হোসেন,মোকশেদ মোল্লা,রিপন শেখ,মোস্তফা শেখ, মো:রাজু, নান্নু হালদার প্রমূখ।

- Advertisement -

হাজারো লোকের উপস্থিতিতে এ সময় অটোরক্সা স্লোগানের মুখরিত হয়ে ওঠে উঠান বৈঠক স্থানটি।

চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান মোল্লা বলেন, চেয়ারম্যান না হয়েই বিগত সময় গুলোতে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে দিয়েছি। বিনিময়ে কখনো কারো থেকে সুবিধা নেইনি। আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কাজের জন্য এক টাকাও নিবোনা সরকারি কাজ গুলো সুষ্ঠু ভাবে সমাধান করে দিবো।

- Advertisement -

তিনি আরো বলেন, সকলের কাছে অনুরোধ কারো কাছে ৫০০-১০০০ টাকায় আপনাদের মূল্যবান ভোট বিক্রি না করার অনুরোধ রইলো। টাকার বিনিময়ে ভোট বিক্রি করে পরে হতাশ হলে কোনো লাভ হবেনা। আমিতো চেয়ারম্যান ছাড়াই আপনাদের সেবা দিয়ে আসছি কিন্তু ইউনিয়ন পরিষদের সেবা গুলো তো চেয়ারম্যান ই দিয়ে থাকে। এখন আমাকে যদি আপনারা চেয়ারম্যান বানান তাহলে ইউনিয়ন পরিষদের সেবা গুলো দিতে আমার সহজ হয়।তাই দয়া করে আমাকে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার একবার সুজুগ দিয়ে দেখেন আমি আপনাদের যোগ্য কিনা।
আরও পড়ুন: আটপাড়ায় চা বিক্রেতা সাকারুল বিরল রোগে আক্রান্ত: বাঁচার আকুতি

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img