নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে সমলা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের উপজেলার পাবই দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমলা খাতুন ওই পাবই দাস পাড়া গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেল দুইটার দিকে ওই নারী তার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে গাছের ঝড়া পাতা কুড়াচ্ছিলেন।
এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩৭৯৪১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাতা কুড়ানো নারী সমলার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রীতি ম্যাচে সাংসদ শামীম ওসমান
পূর্বধলা প্রতিনিধি