Friday, March 31, 2023

পূর্বধলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেপ্তার

পূর্বধলা প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার পূর্বধলায় ধর্ষণ মামলায় আবুল কাশেম (৬০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

- Advertisement -

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম পূর্বধলা উপজেলার ধলা মাইজপাড়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০০১ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের পর ৯ (১) ধারায় ধর্ষণ মামলায় ২০১৫ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এরপর দীর্ঘ ২২ বছর আত্মগোপনে পলাতক ছিলেন।

- Advertisement -

নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর দিকনির্দেশনায় পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এএসআই মো. মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ময়মনসিংহের সহযোগিতায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের প্রেরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে ভুয়া মেজর ও সহযোগী আটক

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img