Friday, March 24, 2023

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এক চেয়ারে ৯বছর,একাই ৩৩ বিদ্যালয়ের সভাপতি!

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

- Advertisement -

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একাধারে এক চেয়ারে ৯ বছর দায়িত্ব পালন করছেন। সামলে নিচ্ছেন ৩৩ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতির দায়িত্বও। গত ১৮ জানুয়ারি স্টান্ড রিলিজ হন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া। এর পর থেকেই পুরো উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয় সামাল দিচ্ছেন এ কর্মকর্তা। তবে দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার ফলে নানান শিক্ষকের সাথে গড়ে ওঠেছে গভীর সখ্যতা। উপজেলার বিভিন? শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিন ঘুরে এমনই চিত্রই দেখা গেছে।

- Advertisement -

জানা গেছে, উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০১৪ সালের ১লা সেপ্টেম্বর। যোগদানের পর থেকেই একই পদে কাজ করছেন নয় বছর ধরে। ক্লাস্টার ওয়ারি স্কুল ভাগ করা থাকলেও একক দায়িত্ব হওয়ায় পুরো ১২৬টি স্কুল সামলাতে হচ্ছে একাধারে। প্রতিষ্ঠান সামলাতে এখন রীতিমতো হিমসিম খাচ্ছেন বলে জানান খোদ এ কর্মকর্তা।

খোজঁ নিয়ে জানা যায়, দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে যেমন অনেক শিক্ষকের সাথে গড়ে উঠেছে সখ্যতা। তেমনি অনেক শিক্ষকের সাথে শিক্ষা প্রতিষ্টানে গিয়ে বাজে আচরণ করছেন এমন অভিযোগ রয়েছে অসংখ্য। বেশকিছু প্রতিষ্টানের সভাপতির দায়িত্ব থাকায় তিনি যেন অনেক শিক্ষকের আতঙ্কে পরিণত হয়ে উঠছেন। দায়িত্বশীল আচরণ করতে গিয়ে বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রায় সময়ই তৈরী হয়েছে তিক্ততা। যে সকল প্রতিষ্ঠানে তিনি সভাপতির দায়িত্বে রয়েছেন সেগুলো হলো মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ জাগিরপাড়া প্রাথমিক বিদ্যালয়,মাকরাইল প্রাথমিক বিদ্যালয়,মউ সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাতাশি প্রাথমিক বিদ্যালয়,চৈতাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খালিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,কৃষ্ণেরচর প্রাথমিক বিদ্যালয়,রামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রীরামখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফুলপুর প্রাথমিক বিদ্যালয়,গোদারিয়া প্রাথমিক বিদ্যালয়,দেওটুকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেšরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,চারিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়,খুঁজিউড়া প্রাথমিক বিদ্যালয়,পূর্ব গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াউন্দ প্রাথমিক বিদ্যালয়, বালিচান্দা প্রাথমিক বিদ্যালয়, ছোটকাটুরি প্রাথমিক বিদ্যালয়,কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব বাকলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুকাইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরচাপটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ ছোট কুটুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়,আটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

- Advertisement -

নাম প্রকাশে অন্চ্ছিুক অসংখ্য শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন,তিনি দীর্ঘদিন রয়েছেন দুর্গাপুরে। তিনি শিক্ষক থেকে এটিও হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং করতে গিয়ে শিক্ষকদের সাথে অত্যন্ত কর্কট ভাষায় কথা বলেন,এমনটি অপমানজনক কথা বলে শিক্ষকদের কাঁদিয়ে ফেলেন। এটি কোন অফিসারের ভাষা হতে পারে। তাঁর বদলী না হওয়া পর্যন্ত শিক্ষকদের মাঝে স্বস্তির নিশ^াস আসবেনা বলেও দাবী জানান।

উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সীতেশ চন্দ্র পাল প্রতিবেদককে জানান,সামগ্রিত অর্থে ১২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে খুবই হিমসিম খাচ্ছি। বাড়তি দায়িত্ব নিতে গিয়ে অনেকটা টাইড সিডিউলের মধ্য দিয়ে যাচ্ছি। ৬২টি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলাম। অনেকটির কমিটি সম্পন? হয়েছে। কয়েকটি কমিটি বিদ্যুতসাহীর জন্য হচ্ছে না। কয়কটির কাজ দ্রæত টলমান রয়েছে। তবে শিক্ষকদের সাথে খারাপ আচরণের বিষয়ে জানতে চাইল তিনি বলেন,মানুষের মন মানসিকতা সব সময় এরকম থাকে না। আমি প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে হয়তো কোন শিক্ষকের সাথে কথার বাক্য বিনিময়ের সময় এদিক সেদিক হতে পারে।

- Advertisement -

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন বলেন, নেত্রকোনা জেলার ৪টি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নেই। অনেক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে। একটি জায়গায় দীর্ঘদিন থাকলে যা হয় আর কী। শিক্ষকদের সাথে খারাপ আচরণের বিষয়টি নিয়ে এটিও’র সাথে কথা বলবো। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে একটি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযানঃ ৪ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ-নকল কীটনাশক উদ্ধার

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ