ময়মনসিংহের ফুলপুর উপজেলার বায়রাখালী ব্রিজের পাশে থেকে উজানের ঢলে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার (২৪ জুন)সকালে কংশ মালিঝি নদী থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা গ্রামের মোঃ ইয়াকুব আলীর পুত্র মোঃ ইব্রাহিম খলিলের(৪৫)
জানা যায়, গত ৯ জুন বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নালিতাবাড়ী থানার মধ্যবর্তী ভোগাই নদী পার হবার সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় ইব্রাহিম খলিল।
পরে নকলা নালিতাবাড়ী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার।
ফুলপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর পেয়ে মৃত ব্যক্তির পরনের কাপড়,চশমা,ও চাবি সহ অন্যান্য আলামত দেখে মৃতদেহটিকে সনাক্ত করে তার পরিবার।
ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান লাশের সুরতহাল পূর্বক ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু