Friday, March 31, 2023

ফুলপুরে বওলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি

- Advertisement -

ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বওলা ডিগ্রি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১ ফেব্রুয়ারি)সকালে কলেজ ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে কেউ এসেছিলেন সেজে,কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

- Advertisement -

নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন খান,

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বওলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

- Advertisement -

এসময় বওলা ইউনিয়ন আ’লীগের আহবায়ক কাজী নাসিম,বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,মোতালেব দেওয়ান,কলেজের শিক্ষকবৃন্দ,দাতা সদস্যগণ গভর্নিং বডির সদস্য কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ,ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কলেজটির ইংরেজি বিভাগের প্রভাষক রাইসুল ইসলাম খান।

নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন।উন্নত জীবন এবং ভবিষ্যত গড়তে সকল শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়।

আরও পড়ুন: তারাকান্দায় এতিমখানা হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন-ইউএনও

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img