Friday, March 31, 2023

ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস’র চাবি হস্তান্তর করেন- এড.মোসলেম উদ্দিন এমপি

মোঃ শফিকুল ইসলাম ,ফুলবাড়িয়া প্রতিনিধি

- Advertisement -

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের ( বীর নিবাস প্রকল্পের) শুভ উদ্বোধন করেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম,সহকারী কমিশনার (ভুমি) সেলিনা আক্তার,জেলা পরিষদ সদস্য অধ্যাপক ফারজানা শারমিন বিউটি, উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ শরাফ উদ্দিন শর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন ঠিকাদার মোঃ আরিফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

- Advertisement -

সরকার সারাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযূদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সারাদেশে প্রতিটি উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করে।

উক্ত তালিকায় এ উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ৩টি বীর নিবাস নির্মান কাজ সম্পন্ন হয়েছে। নির্মিত দৃষ্টিনন্দন পাকা ছাদ ঢালাইয়ের প্রতিটি বীর নিবাসে রয়েছে পানীয় জলের সু ব্যবস্থা সহ তিনটি বেড রুম, একটি গেস্ট রুম, দুইটি বাথরুম ও একটি কিচেন রুম, দৃষ্টি নন্দিত একটি বারান্দা।

- Advertisement -

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, প্রতিটি বীর নিবাস নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ টাকা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বীর নিবাস মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। ফুলবাড়িয়ায় সঠিক তদারকির মাধ্যমে প্রাক্কলন অনুযায়ী বীর নিবাসগুলো নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: কলমাকান্দায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img